শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নওগাঁয় বিভিন্ন পর্যায়ের উপকারভাগীদের সঙ্গে মতবিনিময় করলেন এম.পি জন

নওগাঁয় বিভিন্ন পর্যায়ের উপকারভাগীদের সঙ্গে মতবিনিময় করলেন এম.পি জন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতাভাগী এবং উপকারভাগী জনসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকাল ৫টায় শৈলগাছী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় চত্ত¦রে শৈলগাছী ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। অনুষ্ঠানে শৈলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অন্যান্যদর মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা সমাজসেবা অফিসার সাইদুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল হক কমল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও শৈলগাছী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ভাতা ও উপকারভাগীদের মধ্যে থেকে কয়েক হাজার উপকারভাগী জনসাধারণ সভায় অংশগ্রহণ করন।

৩১ বার ভিউ হয়েছে
0Shares