সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পুকুর পাড়ে চুপিচুপি প্রেম*

পুকুর পাড়ে চুপিচুপি প্রেম*

১২২ Views

প্রেম কাহিনি পড়ুন

সন্ধ্যা ঘনিয়ে আসছে। গ্রামের বাড়ির উঠোনে গরুগুলো ফিরেছে গোয়ালে, মাটির চুলোয় দাউদাউ করে আগুন জ্বলছে, আর বাতাসে ভাসছে নতুন ধানের ঘ্রাণ।

পুকুরপাড়ে বাঁশঝাড়ের নিচে দাঁড়িয়ে আছে নীরা। চারপাশে নীরবতা, শুধু মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক শোনা যায়। একটু দূরে কাদামাটির পথ ধরে আসছে আরিফ। আজকেও ওরা দেখা করবে লুকিয়ে, যেমন প্রতিদিন করে।

— **”অনেক দেরি করলে আজ!”** নীরা ভ্রু কুঁচকে বলল।
— **”কী করব, মা কাজের মধ্যে আটকে রেখেছিল!”** আরিফ মুচকি হাসল।

নীরা গাল ফুলিয়ে পাশ ফিরে দাঁড়াল। ওর হাতের আঙুল দিয়ে নরম ঘাস ছুঁয়ে ছুঁয়ে কাটছে অভিমান।

আরিফ ধীরে ধীরে এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখল, **”রাগ করেছিস?”**

নীরা কিছু বলল না। গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়েছে ওর গালে, চোখের মধ্যে যেন গভীর এক সমুদ্র।

আরিফ আর অপেক্ষা করল না, মৃদু টান দিয়ে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিল।

নীরা এবার মুখ তুলে তাকাল, ধপ করে ওর বুকে মাথা রাখল। **”এভাবেই কি ভালোবাসবি আমায় সারাজীবন?”**

আরিফ হালকা হাসল, ওর চুলের ভেতর আঙুল চালিয়ে দিল আলতো করে। **”তোর সাথে থাকলে জীবনটা স্বপ্নের মতো লাগে!”**

নীরার মুখে একচিলতে হাসি ফুটে উঠল। **”তাহলে একটা কথা রাখবি?”**

— **”কি?”**

নীরা ধীরে ধীরে মুখ তুলে ওর চোখের দিকে তাকাল। এক মুহূর্তের জন্য সবকিছু থেমে গেল। বাতাস বইছে ধীরে, গাছের পাতারা নড়ছে হালকা ঝিরঝির শব্দে।

আরিফ অনুভব করল, ওর হৃদস্পন্দন যেন দ্বিগুণ হয়ে গেছে।

নীরা ওর দুই বাহুর মধ্যে নিজেকে জড়িয়ে নিল। তারপর একটুখানি উপরে উঠে, আলতো করে আরিফের ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে দিল।

একটা চুপিচুপি কিচ, যেখানে ভালোবাসার কোনো শব্দ নেই, শুধু অনুভূতির বিস্ফোরণ আছে।

পেছনে গ্রামের নিঝুম রাত, সামনে ভালোবাসার উষ্ণতা।

আরিফ শক্ত করে ওকে নিজের মধ্যে টেনে নিল, যেন জীবনের সব অনুভূতি এক মুহূর্তে ধরে রাখতে চায়।

চাঁদ তখন পুকুরের জলে তাদের প্রতিচ্ছবি আঁকছে, আর বাতাস বয়ে নিয়ে যাচ্ছে সেই গোপন ভালোবাসার গল্প…

সংগৃহিতঃ

Share This