মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঈশ্বরদীতে নকল প্রসাধনী সামগ্রী জব্দ, ১ লাখ টাকা জরিমানা আদায়

ঈশ্বরদীতে নকল প্রসাধনী সামগ্রী জব্দ, ১ লাখ টাকা জরিমানা আদায়

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি মোঃ রাকিব বিশ্বাস : পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রং ফর্সাকারী নকল প্রসাধনীসামগ্রী জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকাল  ৩:৩০মিনিটের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাসের নেতৃত্বে কর্মকার পাড়া মাতৃ মন্দির সোনা পট্রি এলাকায় ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় নকল প্রসাধনী সামগ্রী তৈরির দায়ে কারখানার মালিক সিরাজুল ইসলাম, পিতা মৃত সামসের আলী, গ্রাম, পাকশী এমএস কলোনি বাজারপাড়া কে আটক করা হয় এবং জব্দ করা হয় বিপুল পরিমাণ নকল সাবান, স্যাম্পু ও ফেসওয়াশসহ নানা প্রসাধনী। এ সময় কারখানার মালিককে আটক করা হয়। আটককৃত কারখানার মালিককে ভোক্তা অধিকার আইনের ২০১৯ সালের  ৪৩ ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে নির্বাহী  ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ জানান, প্রসাধনী তৈরি করতে হলে কারখানায় ল্যাব থাকতে হয়। কেমিস্ট ও বিএসটিআই এবং ঔষধ প্রশাসনের অনুমোদন প্রয়োজন। কিন্তু কারখানাটিতে কিছুই ছিল না। তারা বিভিন্ন দেশি-বিদেশি নানা কোম্পানির নাম ব্যবহার করে ভেজাল স্যাম্পু, সাবান, বডি লোশন তৈরি ও বিক্রি করত। এ সময় ড্রামভর্তি নকল কেমিক্যাল জব্দ করা হয়। তিনি আরও বলেন, কারখানার মালিক সিরাজুল ইসলাম, পিতা মৃত সামসের আলী দীর্ঘ দিন ধরে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের ল্যাব, কেমিস্ট কিছু নেই। তাদের উৎপাদিত প্রসাধনসামগ্রী খুবই ক্ষতিকর। জব্দ করা প্রসাধনসামগ্রীর আনুমানিক মূল্য ৬ লক্ষ্যের বেশি টাকা বলে জানান এই কর্মকর্তা।পরে জব্দকৃত নকল প্রসাধনী আগুনে পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়।
৪১ বার ভিউ হয়েছে
0Shares