বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পাবনা র‌্যাব কর্তৃক তিন লক্ষ শলাকা নকল ব্রান্ডরোলযুক্ত বিড়িসহ ১ জন গ্রেফতার

পাবনা র‌্যাব কর্তৃক তিন লক্ষ শলাকা নকল ব্রান্ডরোলযুক্ত বিড়িসহ ১ জন গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ১৬/০৩/২০২৩ তারিখ ২৩.৩০ ঘটিকায় স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার ঈশ^রদী থানাধীন পাকশী লালন শাহ ব্রীজের পূর্ব পাশে গোল চত্তরের নিকট উত্তর পাশের রাস্তার উপর অভিযান চালিয়ে নকল ব্রান্ডরোলযুক্ত বিড়ি-৩,০০,০০০ শলাকা, ট্রাক-০১টি, ট্রাক্স টোকেন ০১টি, রুট পারমিট ০১টি, চাবি-০১টি, মোবাইল-০১টি, সিমকার্ড-০২টি’সহ ০১ জন বিড়ি ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ রাব্বি (১৯), পিতা-মোঃ সাদিকুল ইসলাম, সাং-মাদারপুর, থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বাজারজাত করে সরকারের বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পাবনা জেলার ঈশ^রদী থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

৩০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS