শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় বিল নার্সারির পোনা মাছ অবমুক্ত

সাঁথিয়ায় বিল নার্সারির পোনা মাছ অবমুক্ত

জালাল উদ্দিন সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় এবং উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে স্থাপিত বিল নার্সারির পোনা মাছ বুধবার (১৯জুলাই) উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ ছোট বিলে অবমুক্ত করা হয়েছে।

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পোনা মাছ অবমুক্ত করেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।এ সময় উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা খাদেমুল ইসলাম,গৌরীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মাষ্টার,মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় মৎস্যজীবিবৃন্দ।

২৪ বার ভিউ হয়েছে
0Shares