শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে রোগী, মেধাবী শিক্ষার্থী ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সৈয়দ হারুন ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা প্রদান

সেনবাগে রোগী, মেধাবী শিক্ষার্থী ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সৈয়দ হারুন ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা প্রদান

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : সেনবাগে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী ও গরীব ও মেধাবী শিক্ষার্থী এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন। মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে অজুনতলা ইউপির ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যায়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সদস্য সচিব ফরাহাদ হোসেন দুর্যয়ের সঞ্চলানায় অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও টপ ষ্টার গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন। এসময় উপস্থিত ছিলেন, অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তার, মিজানুর রহমান ভূঁইয়া, মিজানুল হক চৌধুরী, ইউসুফ মজুমদার, আলী হোসেন রতন, ব্যবসায়ী মোঃ হারুন প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিরা ফাউন্ডেশনের পক্ষ থেকে দুরারোগ্য ব্যািধকে আক্রান্ত রোগী, মেধাবী শিক্ষার্থী ও অজুনতলা ইউপির দড়িগোরকাটা গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

৭৩ বার ভিউ হয়েছে
0Shares