শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সৈয়দপুরে গ্রাম বিকাশ কেন্দ্রে আম গাছের চারা বিতরণ

সৈয়দপুরে গ্রাম বিকাশ কেন্দ্রে আম গাছের চারা বিতরণ

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় গ্রাম বিকাশ কেন্দ্রের নীলফামারী আঞ্চলিক অফিসের মাধ্যমে গাছের চারা বিতরণ করা হয়েছে।

গতকাল সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মধ্যে অবস্থিত বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ গাছের চারা বিতরন অনুষ্ঠিত হয়। এ গাছ বিতরণ অনুষ্ঠানে এক হাজার আম গাছের বারি-৪, ব্যানানা ও হাড়ি ভাঙ্গা তিন প্রজাতির চারা বিতরণ করা হয়। এর মধ্যে স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় আটশত চারা এবং অবশিষ্ট দুইশত চারা উক্ত ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী আশ্রয়ন প্রকল্প-২ এর বাসিন্দাদের মাঝে বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফয়সাল রায়হান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান সরকার জুন, অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন- গ্রাম বিকাশ কেন্দ্রের পরিচালক (কার্যক্রম) অসীম রাউত, সহ: পরিচালক গোলাম মোস্তফা, আর এম আমজাদ হোসেন, এএম সুদাসন রায়, শাখা ব্যবস্থাপক সৈয়দপুর শাখার আলমগীর কবির। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজিজুল বারী বসুনিয়া ও সভাপতিত্ব করেন বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী।

১৯৬ বার ভিউ হয়েছে
0Shares