শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাপাহারে মুক্তিযোদ্ধা আব্দুল গফুর কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

সাপাহারে মুক্তিযোদ্ধা আব্দুল গফুর কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।  তিনি আজ বৃহস্পতিবার  ১১.৪৫ টার দিকে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বিকাল ৫ টার সময় সাপাহার ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন এর নেতৃত্বে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে, পরে তাকে উপজেলার শীতলডাঙ্গা পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।  এসময় সেখানে উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার ও আজিজুল হক প্রমূখ।  এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা বৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান  কমান্ড  সদস্য বৃন্দ, সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।  জানাগেছে মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS