বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে উপজেলা যুবলীগের উদ্যোগে ২১ আগস্ট রক্তাক্ত গ্রেনেড হামলা দিবস পালিত

ধামইরহাটে উপজেলা যুবলীগের উদ্যোগে ২১ আগস্ট রক্তাক্ত গ্রেনেড হামলা দিবস পালিত

আবু মুছা স্বপন, নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট (নওগাঁ).

নওগাঁর ধামইরহাটে উপজেলা যুবলীগের উদ্যোগে ভয়াল ২১ আগস্ট রক্তাক্ত গ্রেনেড হামলা দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।এ উপলক্ষে ২১ আগস্ট বেলা ১১ টায় কাশিয়াডাঙ্গা থেকে বালুপাড়া রাস্তায় ২২০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয় এবং বিকেলে প্রয়াত যুবলীগ নেতা রবিউল ইসলামের মাগফিরাত কামনায় কবর খ শেষে বিকেল ৫ টায় যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যুর সভাপতিত্বে চকময়রাম বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভয়াল ২১ আগস্টের লোহমর্ষক ঘটনার বর্ণনাসহ বিস্তারিত আলোকপাত করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম।আলোচনা সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠিনিক সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক জাভেদ নওরোজ আলমগীর, পৌর যুবলীগ সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুর রউফ বাচ্চু, সঞ্চালক ইউনিয়ন যুবলীগ সম্পাদক মিঠুন কুমার, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু  সুফিয়ান, আহসাব হাবীব পান্নু, সরকারি এম এম কলেজ ছাত্রলীগ সভাপতি সৌরভ বাবু প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবু তালেব, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী আনজুয়ারা, আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক তমা আকতার. পৌর কাউন্সিলর আব্দুল হাকিম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইনজামামুন হক সরকার শিমুল, প্যানেল মেয়র মেহেদী হাসান, কাউন্সিলর একরামুল হক, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, কলেজ ছাত্রলীগ নেতা মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

৯৭ বার ভিউ হয়েছে
0Shares