মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বাঁশখালী গন্ডামারা বাজারে তুচ্ছ ঘটনায় একজন খুন, খুনি গ্রেফতার

বাঁশখালী গন্ডামারা বাজারে তুচ্ছ ঘটনায় একজন খুন, খুনি গ্রেফতার

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ৯ নং গন্ডামারা ইউনিয়নের গন্ডামারা বাজারে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নুরুল আজিজ(৫০) নামে এক ব্যক্তির ছুরিকাঘাতে বজলুল হক(৬২) নামের এক ব্যক্তি খুন হয়েছে। খুনের ঘটনার ৩০ মিনিটের মধ্যেই বাঁশখালী থানা পুলিশ খুনি নুরুল আজিজকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
১১ জুলাই’২৩ ইং মঙ্গলবার সকাল ১০.১৫ টার সময় গন্ডামারা বাজার গাউছিয়া হোটেলে মর্মান্তিক এ খুনের ঘটনা ঘটে। খুনি নুরুল আজিজ গন্ডামারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাদির পাড়া লাতু সিকদারের বাড়ির মৃত মোক্তার আহমেদ সিকদারের পুত্র। স্থানীয় কারো কারো ভাষ্যমতে সে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বলেও জানা গেছে।
ঘটনার বিবরনে প্রকাশ, সকালবেলা বাজারে আগত জনতা গাউছিয়া হোটেলে নাস্তা করায় ব্যস্ত ছিল। নিহত বজলুল হকও নাস্তা করছিল, এমন সময় খুনি নুরুল আজিজ “এয়া মেরা নবী” বলে হুংকার দিয়ে হোটেলে প্রবেশ করে মনে মনে ভীড় ভীড় করছিল অতঃপর দোকানে বসে থাকা একই এলাকার মৃত আবুল বশরের পুত্র বজলুল হক বলেন, “পুরান পলে ভাত নপার নয়া পল’র আবির্ভাব” ( পুরাতন পাগল ভাত পাচ্ছেনা, নতুন পাগলের আবির্ভাব) বলার পর পরই নুরুল আজিজ হোটেলের কাজে ব্যবহৃত একটি ছুরি নিয়ে বজলুল হকের পেটে ঢুকিয়ে দিলে সে মারাত্বকভাবে আহত হয়ে তাৎক্ষনিকভাবে দোকানের ফ্লোরে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথেই বজলুল হকের মৃত্যু হয়। খুনের সংবাদ পাওয়ার সাথে সাথে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে খুনি নুরুল আজিজকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। খুনের ঘটনার সাথে সাথে খুনিকে গ্রেফতার করায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন পিপিএম সহ বাঁশখালী থানা পুলিশ প্রশংসিত হয়ে সোস্যাল মিডিয়ায় ভাইর‌্যাল হয়ে পড়ে এবং বাঁশখালীর সর্বমহলেও বেশ প্রশংসিত হয়।
বাঁশখালী থানার অফিসার অফিসার ইনচার্জ  কামাল উদ্দিন পিপিএম বলেন আসামি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বলে ধারনা করা হচ্ছে, হোটেলে বসে থাকা বজলুল হক আসামি নুরুল আজিজ কে উদ্দেশ্য করে পুরাতন পাগলে ভাত পায় না নতুন পাগলের আবির্ভাব কথার বলার পরপরই হোটেল থেকে ছুরি নিয়ে নুরুল আজিজ বজলুল হককে ছুরিকাঘাত করলে বজলুর মৃত্যু হয়। ঘটনা শোনার সাথে সাথেই নির্ভরযোগ্য সোর্সের মাধ্যমে খুনির অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ ফোর্স পাটিয়ে খুনিকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত তদন্তের মাধ্যমে জানা যাবে বলেও জানান ওসি কামাল উদ্দিন।
১৩৫ বার ভিউ হয়েছে
0Shares