শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সুইডেলে আল কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সুইডেলে আল কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জুলহাস উদ্দীন উপজেলা প্রতিনিধি : সুইডেনে পবিত্র আল কোরআন পোড়ানোর প্রতিবাদে সর্বস্তরের তওহীদি জনতার উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে। শুক্রবার (৭জুলাই) আছর নামাযের পরে তিরনইহাট বাজার জামে মসজিদ হতে বিক্ষোভ মিছিল বের হয়। এছাড়া উপজেলার বিভিন্ন মসজিদ থেকে আগত শত শত মুসল্লিকে নিয়ে তিরনইহাট জামে মসজিদ হতে মিসিলটি বের হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে তিরনয় মোরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের ৩নং ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় অংশ নেন তিরনইহাট জামে মসজিদের ইমাম মাওলানা আলী আকবর, আনোয়ার হোসেন খোকন, স্থানীয় মসজিদের ইমাম মাওলানা সুমন, ডাঃ ইসমাইল হোসেন,তিরনইহাট ইউনিয়ন কৃষকলীগের বলক সভাপতি আব্দুল কালাম,তেঁতুলিয়া সার  ব্যাবসায়ি জয়নাল,চাউল ব্যাবসায়ি হবি ও বিশিষ্ট ব্যবসায়ি দিদার হোসেনসহ মুসল্লীরা।
বক্তারা বলেন, মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের অবমাননা তাওহীদি মুসলিম জনতা কোনভাবেই মেনে নেবে না। দেশের মুসলিম জনতার সাথে সরকারকেও তীব্রভাবে এর নিন্দা জানাতে হবে। বিশ্বব্যাপী মুসলিম বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে আল কোরআন পোড়ানো হয়েছে। এসকল ষড়যন্ত্র মোকাবেলায় মুসলিম উম্মহের ঐক্য জরুরী।
৬৩ বার ভিউ হয়েছে
0Shares