শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপারকে রেঞ্জ ডিআইজি কর্তৃক সম্মাননা স্মারক প্রদান

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপারকে রেঞ্জ ডিআইজি কর্তৃক সম্মাননা স্মারক প্রদান

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপারকে রেঞ্জ ডিআইজি কর্তৃক সম্মাননা স্মারক প্রদান।
পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষে বৃহস্পতিবার (৬ জুলাই) খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘অপরাধ পর্যালোচনা সভা’ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।
 খুলনা রেঞ্জের দশ জেলায় কর্মরত পুলিশ সদস্যদের গত জুন/২০২৩ মাসের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করেন মঈনুল হক বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ।
ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনসহ সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ
 নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন উপস্থিতিতে শ্রেষ্ঠ সার্কেল অফিসার মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-কে এ সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় খুলনা রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
৫০ বার ভিউ হয়েছে
0Shares