বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নড়াইল-২ আসনের এমপি জনতার মুখোমুখি

নড়াইল-২ আসনের এমপি জনতার মুখোমুখি

শরিফুল ইসলাম নড়াইল : নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা নিজ নির্বাচনী এলাকায় জনতার মুখোমুখি হাজির হয়ে বিভিন্ন সমস্যার কথা শুনেছেন এবং জনতার সেসব প্রশ্নোত্তর দিয়েছেন।

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার হবখালী ইউনিয়নের হাড়িগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘জনতার মুখোমুখি, জনতার সেবক’ শ্লোগানে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়। হবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদশা মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা প্রমুখ। হবখালী ইউনিয়নবাসীর আয়োজনে জনতার মুখোমুখি অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের এলাকার সমস্যা বিশেষ করে স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা, ইউনিয়ন ভূমি অফিসের দুর্নীতি, এলাকার মসজিদ-মন্দিরের উন্নয়নসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা সেগুলো খাতায় লিপিবদ্ধ করেন এবং পরবর্তীতে সেসব প্রশ্নোত্তর দেন। পর্যায়ক্রমে মাশরাফি বিন মর্তুজা তার নির্বাচনী আসনের সব ইউনিয়নে জনতার মুখোমুখি হবেন বলেও জানিয়েছেন।

৩৯ বার ভিউ হয়েছে
0Shares