শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
চিরিরবন্দরে উপজেলা প্রশাসন আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সমাপ্ত

চিরিরবন্দরে উপজেলা প্রশাসন আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সমাপ্ত

মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর  :  চিরিরবন্দরে উপজেলা প্রশাসন আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সমাপ্ত হয়েছে।

গত ৫ আগস্ট শুক্রবার সূখীপীর মাঠে বিকেল সাড়ে ৪ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বাংলার ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনের রুপকার বীর aমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মদিন উপলক্ষে  চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফাইনাল খেলাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খালিদ হাসান।

এসময় বিশেষ অতিথি হিসেবে চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়, আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ময়েন উদ্দিন শাহ, নশরতপুর ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব, আউলিয়াপুকুর ইউপি চেয়ারম্যান আবদুর রহিম, সূখীপীর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

নশরতপুর ইউনিয়ন পরিষদ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ খেলায় ১-০ গোলে আব্দুলপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন নশরতপুর দলের একমাত্র গোলদাতা আল আমিন।

খেলাটি পরিচালনা করেন রেফারী মোরশেদ উল আলম, সহকারী রেফারী হিসেবে নুরুজ্জামান বেলাল, সাজেদুর রহমান রুবেল ও ৪র্থ রেফারী হিসেবে মোস্তাফিজুর রহমান বাবু। খেলাটির ধারাবর্ণণা প্রদান করেন মমতাজ উদ্দিন ও শামসুল হক।
আনুমানিক ১৫ হাজারের বেশি দর্শক খেলাটি উপভোগ করেন।

৫৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS