বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাপাহারে গভির রাতে নির্বাহী অফিসারের শীতবস্ত্র বিতরণ

সাপাহারে গভির রাতে নির্বাহী অফিসারের শীতবস্ত্র বিতরণ

২০ Views

তছলিম উদ্দীন,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “মানুষ মানুষের জন্য” কথাটির গুরুত্ব উপলদ্ধি করে গভির রাতের অন্ধকারে ছিন্নমুল মানুষের বাড়ীবাড়ী গিয়ে শীতরিবারণে শীতবস্ত্র বিতরণ করলেন সাপাহার উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। সাপাহারে যোগদান করেই তিনি এই মহতি কাজের মধ্যদিয়ে তার শুভ কাজের সূচনা করলেন।
শনিবার দিবাগত গভির রাতে তিনি উপজেলা পরিষদের গাড়িটি নিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে খুজে খুজে শতাধিক অসহায় নিরিহ শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল প্রদান করেন। গভির রাতে নির্বাহী অফিসারের দেয়া কম্বল পেয়ে সাথে সাথে উপকার ভোগীরা মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করে নির্বাহী অফিসারের জন্য দোয়া প্রার্থনা করেন।
উপজেলার আশড়ন্দ বাজার এলাকার হত দরিদ্র অসহায় সালেহা বিবি জানান যে, মুই কোন দিন মনে করিনি যে আতত (রাতে) মোক কেউ এরকম কম্বল দিবি (দেবে)। মোক যে কম্বল দিল আল্লাহ যেন তার ভাল করে।
এবিষয়ে নির্বাহী অফিসার সেলিম আহমেদ বলেন যে, কয়েক দিন হল আমি সীমান্তবর্তী সাপাহার উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছি। এরই মধ্যে দেখলাম যে এই অঞ্চলে শীত একটু বেশী দিনের বেলায় অসংখ্য দরিদ্র মানুষ অফিসে এসে শীত বস্ত্রের জন্য ভিড় করছে। অফিসের মধ্যে শীতবস্ত্র দিতে গেলে হয়তো একটু গোলমাল হয়ে যেতে পারে তাই খুজে খুজে প্রকৃত অসহায় ও শীতার্থ মানুষের মাঝে শীবস্ত্র পৌঁছে দেয়ার উদ্দেশ্যেই গভির রাতে এই অভিযান। প্রকৃত অসহায় হত দরিদ্র মানুষ খুজে তাদের হাতে সরকারীভাবে একটি করে শীতবস্ত্র তুলে দিতে পেরে আমিও নিজকে ধন্য মনে করছি।
কোন জানাজনি বা সোরগোল না করে সকলের অজান্তে গভির রাতে প্রকৃত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করায় নবাগত নির্বাহী অফিসার সেলিম আহমেদ কে উপজেলাবাসী ধন্যবাদ জানিয়েছেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, অতিরিক্ত কৃষি সম্প্রচার অফিসার মনিরুজ্জামান টকি, পিআইও মাইদুল ইসলাম তার সাথে উপস্থিত ছিলেন।

Share This