বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আইনের তোয়াক্কা না করে গোবিন্দগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন কৃষি জমিসহ যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ ইট ভাটা

আইনের তোয়াক্কা না করে গোবিন্দগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন কৃষি জমিসহ যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ ইট ভাটা

Views

গাইবান্ধা প্রতিনিধি ; গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইন অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ও কৃষি জমিতে অবৈধ ভাবে গড়ে উঠছে ইটভাটা। যত্রতত্র ইটভাটার কারণে আবাদী জমির সফল ও গাছের ফল নষ্ট হচ্ছে। সেই সাথে কয়লার পাশপাশি জ্বালানী কাঠ পোড়ানোয় হুমকির মুখে পরেছে এলাকার পরিবেশ প্রকৃতি। এসব ইটভাটা স্থাপনে স্থানীয়দের অভিযোগ থাকলেও আইন অমান্যকরে চলছে ইটভাটার কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ প্রশাসনের কার্যকর ভ’মিকা ও তদারকি না থাকায় প্রতিবছরই গড়ে উঠছে অবৈধ নতুন নতুন ইট ভাটা।

জানা গেছে, উপজেলায় মাত্র ৬টি ইটভাটার লাইসেন্স থাকলেও গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকাসহ এই উপজেলার ভাটার সংখ্যা রয়েছে ৩৬টি। উপজেলা কাটাবাড়ী, কামারদহ, নাকাই, দরবস্ত, মহিমাগঞ্জ, কোচাশহর, শিবপুর, মহিমাগঞ্জ ইউনিয়নে এই ইট ভাটা গুলির অবস্থান। এর মধ্যে মাত্র ৬টি ্ই্টভাটা তাদের কার্যক্রম পরিচালনাার সরকারি অনুমোদন রয়েছে। বাকি ৩০টি ইটিভাটার কোন লাইসেন্স নেই। নেই পরিবেশের ছাড়পত্র। ভাটা গুলির ইট তৈরীতে ব্যবহার করা হচ্ছে আবাদী জমির উর্বর অংশের মাটি (টপসয়েল)। বিভিন্ন প্রলোভনে সামান্য অর্থের বিনিময়ে কৃষকদের কাছ থেকে এই কৃষি জমির মাটি কিনে নিচ্ছেন ভাটার মালিকরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আবাদী জমি। এছাড়াও ভাটায় অবাধে ছোট বড় গাছ গাছড়া পোড়ানোর ফলে কালো ধোঁয়া পার্শ¦বর্তী এলাকায় ছড়িয়ে পড়ায় অহরহ পরিবেশ দুষণসহ ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাস্থ্য ও কৃষি,পরিবেশ এবং প্রকৃতি। পুনতাইড়, ফাঁসিতলা সহ বেশ কয়েকটি স্থানে স্কুল ও শিক্ষাপ্রষ্ঠিানের পাশেই ইটভাটা গড়ে তোলায় ভাটা এলাকা শিক্ষার্থী ও এলাকার মানুষের সারা বছর শ্¦াসকষ্টসহ নানা ধরণের অসুখে ভুগতে হয়। ইটভাটা কালো ও বিষাক্ত ধোঁয়ায় নারিকেল, সুপারী, আম, কাঠাল সহ মৌসুমী ফল ফসলের ফলন কমে যাওয়ায় ও পচারি লেগে নষ্ট হয়ে ক্ষতিগ্রস্থ হওয়ার বিস্তর অভিযোগ রয়েছে।।স্থানীয়দের অভিযোগ এসব ইটভাটা চলছে প্রশাসনের বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে।
গোবিন্দগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বলেন উপজেলার ইট ভাটার সঠিক সংখ্যা সহ এসব বিষয়ের তেমন কোন তথ্য তার জানা নেই। এ বিষয়ে তিনি সাধরণ সম্পাদকের সাথে কথা বলার পরামর্শ দেন।
এ বিষয়ে সাংবাদিকরা মুঠো ফোনে বার চেষ্ঠা করেও গোবিন্দগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মোবাইল ফোন রিসিভ না করায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, অবৈধ পরিবেশ দুষণকারী সকল ইট ভাটার ব্যাপারে পরিবেশ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে তারা ব্যবস্থা গ্রহণ করবে।

Share This

COMMENTS