শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মাদারীপুরে পশুর হাটের ইজারাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

মাদারীপুরে পশুর হাটের ইজারাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

জাহিদ হাসান,মাদারীপুর প্রতিনিধি:  মাদারীপুরে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের নিরাপত্তা ও সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে ইজারাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ১১ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ভাস্কর সাহা, সহকারী পুলিশ সুপার (অপারেশন) মনিরুল ইসলাম, জেলার ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইজারাদার, ব্যবসায়ী সহ অন্যরা।
 এবছর জেলা প্রশাসন কর্তৃক অনুমোদিত ৩৩ স্থানে পশুর হাট বসবে। এসব হাটে যাতে নিরাপদে নির্বিঘ্নে পশু বিক্রেতা ও ক্রেতা আসতে পারে সে বিষয়ে কড়া নির্দেশনা দেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।
 তিনি আরও বলেন, জাল টাকা রোধে জাল টাকা সনাক্তকরণ মেশিন স্থাপন, চাঁদাবাজী রোধে স্বেচ্ছাসেবকদের আইডি কার্ড সহ ইউনিফর্ম এবং সরকারি কর্তৃক নির্ধারিত হারে খাজনা আদায় করার পরামর্শ নির্দেশ দেন।
৫৮ বার ভিউ হয়েছে
0Shares