বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গোবিন্দগঞ্জ পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

গোবিন্দগঞ্জ পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

গাইবান্ধা প্রতিনিধি: গোবিন্দগঞ্জ পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) দুপুরে জনাকীর্ণ পরিবেশে পৌরসভা হল রুমে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফ হোসেন। এই অর্থ বছরের প্রস্তাবিত নিজস্ব আয় ৬ কোটি ৯৩ লক্ষ ৩৫ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৪ লক্ষ ৫৮ হাজার টাকা। একই অর্থ বছরে ৪৬ কোটি ৬০ লক্ষ টাকার উন্নয়ন আয় ও ব্যয়ও ধরা হয়েছে ৪৬ কোটি ৬০ লক্ষ টাকা।

গোবিন্দগঞ্জ পৌরমেয়র মকিতুর রহমানের সভাপতিত্বে এবং প্যানেল মেয়র ও কাউন্সিলর শাহিন আকন্দের সঞ্চালনায় বাজেট অধিবেশনে বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ সামসুল আলম শাহ্, বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জিবু, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বশির আহমেদ, মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহŸায়ক এমএ মতিন মোল্লা, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, ডা: দুলু, সহযোগী অধ্যাপক আব্দুল আজিজ, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ফারুক হোসেন, সাংবাদিক আলমগীর হোসেন প্রমূখ। বাজেট অধিবেশনে শহরের ব্যবসায়ী, পৌর সভার সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এনজিও কর্মী উপস্থিত ছিলেন।

১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS