বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গাইবান্ধার মহিমাগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে মারা গেলেন স্টেশন মাস্টার 

গাইবান্ধার মহিমাগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে মারা গেলেন স্টেশন মাস্টার 

 গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার মহিমাগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে স্টেশন মাস্টার মারা গেলেন । সকাল সাড়ে ১১টায় মহিমাগঞ্জ স্টেশনে করতোয়া এক্সপ্রেস এ ঘটনা ঘটে। স্টেশন মাস্টারের নাম মোঃ আব্দুল সোবহান আকন্দ (৫৫)। তিনি মহিমাগঞ্জ স্টেশন এর (টিএলআর) স্টেশন মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, মহিমাগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস চলন্ত ট্রেনে সুবহান আকন্দ গাইবান্ধা আসার উদ্দেশ্যে উঠতে ধরলে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। এ সময় তার ডান হাত ও পা ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ।হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি গাইবান্ধা শহরে জুম্মাপাড়া এলাকায়।
২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS