শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে সমাজসেবা দপ্তরের উদ্যোগে ৩৪ জন ভিক্ষুকের মাঝে ভেড়া বিতরণ

ধামইরহাটে সমাজসেবা দপ্তরের উদ্যোগে ৩৪ জন ভিক্ষুকের মাঝে ভেড়া বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষে ধামইরহাট উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে ৩৪ জন ভিক্ষুকের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে। ১৪ জুন বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৪ জন ভিক্ষুকের মাঝে ভেড়া বিতরণ করেন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি যুব উন্নয়ন কর্মকর্তা মো কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামনন্দ সরকার, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, মাহফুজুল আলম লাকী, গোলাম কিবরিয়া, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগী (ভিক্ষুক)গণ।

 

 

১৯৪ বার ভিউ হয়েছে
0Shares