শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নওগাঁর বদলগাছীতে ২ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি গ্রেফতার

নওগাঁর বদলগাছীতে ২ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি গ্রেফতার

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলা থেকে ২ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাস্পের সদস্যরা। বুধবার রাত ৮টার সময় উপজেলার গোবরচাপাঁ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব ৫। গ্রেফতারকৃতরা হলেন- বদলগাছী উপজেলার জালালপুর গ্রামের মোঃ নুর মোহাম্মদ ছেলে আনোয়ার (৩০) ও কশবা গ্রামের মৃত কমল ছেলে শ্রী খোকন (২৪)। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট র‌্যাব ৫ ক্যাম্পের অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে বুধবার রাত ৮টার দিকে বদলগাছী উপজেলার গোবরচাপাঁ বাজারে অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকরার দায়ে ওই ২ জনকে আটক করা হয়। এসময় ২টি মনিটর, ২টি সিপিইউ, ৩টি হার্ড ডিস্ক, ২ টি মাউস, ২টি কী-বোর্ড , ৬টি বিভিন্ন ক্যাবল, ১৮টি কাড রিডার জব্দ করা হয়। উল্লেখ্য যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ তাদের নিজ দোকানের নিজস্ব কম্পিউটার এর হার্ডডিস্কে সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করত। পরে তাদের বিরুদ্ধে বদলগাছী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়।

১০০ বার ভিউ হয়েছে
0Shares