বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাপাহারে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

সাপাহারে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

হাফিজুল হক, সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি পূর্ণবাসন কর্মসূচির আওতায় ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ, রাসায়নিক সার, অন্যান্য কৃষি উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০ টার সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রণোদনা বিতরণে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ ও নার্গিস সরকার, কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন ও মনিরুজ্জামান টকি, সমাজসেবা অফিসার নাজমুল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার খাদিজা আক্তার, সদর চেয়ারম্যান সাদেকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুবিধাভোগী কৃষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
৪৮ বার ভিউ হয়েছে
0Shares