বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
<span class="entry-title-primary">কুলাউড়ায় মিলি প্লাজা মার্কেটের সকল দোকানপাট বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন</span> <span class="entry-subtitle">চুরি হওয়া মালামাল উদ্ধার ও ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি</span>

কুলাউড়ায় মিলি প্লাজা মার্কেটের সকল দোকানপাট বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন চুরি হওয়া মালামাল উদ্ধার ও ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি

কুলাউড়া অফিস: কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি ৭ নং ওয়ার্ডের আয়োজনে মিলি প্লাজার জুনেদ টেলিকম ও আপন টেলিকমসহ বাজারের অন্যান্য প্রতিষ্ঠানে চুরি হওয়া মালামাল দ্রুত উদ্ধার, ডাকাত চক্রকে গ্রেফতার ও ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মিলি প্লাজার সকল দোকানপাট বন্ধ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। ১৩ জুন মঙ্গলবার সকাল ১০ ঘটিকা হইতে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত কুলাউড়া মিলি প্লাজার সম্মুখে দুই শতাধিক ব্যবসায়ী এই অবস্থান কর্মসূচি পালন করে, সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়ার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্যদীপ ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সহ সভাপতি মাওলানা আবদুল ওয়াহিদ, পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল আহমদ শামীম,সিনিয়র সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ,সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান,কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক নেছার আহমদ, নারী উদ্যোক্তা বিষয়ক সম্পাদক সুফিয়া রহমান ইতি,মিলিপ্লাজার ওয়ার্ড সম্পাদক এজাজ মাহমুদ চৌধুরী ফুল,ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনি,গউছ মিয়া, নজরুল ইসলাম, অশোক চন্দ্র,ওয়ার্ড সদস্য জুনেদ আহমদ,জালাল আহমদ, আব্দুল মান্নান,নজরুল ইসলাম সোনা,মোস্তফা মিয়া, নাজিম বাক্স, ক্লাসিক ফ্যাশনের স্বত্বাধিকারী আবু তাহের আহমদ মামুন, ব্যবসায়ী রিয়াদ আহমদ, শোয়েব আহমদ, আপন টেলিকমের স্বত্বাধিকারী হাফিজুর রহমান লিটু প্রমুখ। ব্যবসায়ীরা এ সময় বলেন চুরি হওয়া মালামাল দ্রুত উদ্ধার, ডাকাত চক্রকে গ্রেফতার করা না হলে আগামী ১৮ই জুন রবিবার সকালে ১১ ঘটিকার সময় কুলাউড়া চৌমুনীচত্বরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।

সু.আ.এম বি. কু

১১৫ বার ভিউ হয়েছে
0Shares