চিরিরবন্দরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ১০ টি নরমাল ডেলিভারী সম্পন্ন
মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ১০ টি নরমাল ডেলিভারী সম্পন্ন হয়েছে।
গত ২৪ নভেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তানভীর হাসনাত রবিন এর দিক নির্দেশনায়, জুনিয়র কনসালটেন্ট ডাঃ আইনুন আক্তার লুনার প্রত্যক্ষ তত্বাব্যবধানে এবং মিডওয়াইফদের দক্ষতায় নরমাল ডেলিভারিগুলো সম্পন্ন হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তানভীর হাসনাত রবিন প্রসূতি মায়েদের সাথে শুভেচ্ছা বিনিময় ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এসময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৌভিক রায়, অন্যান্য মেডিকেল অফিসারবৃন্দ ও মিডওয়াইফগণ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তানভীর হাসনাত রবিন জানান, গত ২০২৩ সালে সারাবছরে ৬৭৬ টি ডেলিভারী হয়েছে। এ বছর ৭০০ টি ডেলিভারী অতিক্রম করবে ধারনা করা হচ্ছে। শীতের মৌসুমে কম ডেলিভারী হলেও এ নভেম্বর মাসে ২৪ নভেম্বর পর্যন্ত ৭১ টি ডেলিভারী হয়েছে।