শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ার কাশীনাথপুর গ্রামীণ ব্যাংক কেন্দ্র প্রধানদের বৈঠক অনুষ্ঠিত

সাঁথিয়ার কাশীনাথপুর গ্রামীণ ব্যাংক কেন্দ্র প্রধানদের বৈঠক অনুষ্ঠিত

জালাল উদ্দিন সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ গ্রামীণ ব্যাংক পাবনার কাশীনাথপুর সাঁথিয়া শাখায় শনিবার(২৭মে) কেন্দ্র প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কাশিনাথপুর শাখা মিলনায়তনে শাখা ব্যবস্থাপক মনসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জোনাল ম্যানেজার আসহাব উদ্দিন আহমদ চৌধুরী।

বৈঠকে প্রধান অতিথি গ্রামীণ ব্যাংকের লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ এবং বর্তমান কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এসময় উপস্থিত কেন্দ্র প্রধানগণ এ বিষয়ে অবগত হতে পেরে উচ্ছসিত আনন্দ প্রকাশ করেন। প্রধান অতিথি কেন্দ্র পরিচালনা ও মান-উন্নয়ন বিষয়ে পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কাশীনাথপুর এড়িয়া ম্যানেজার আমজাদ হোসেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ব্যাংকের পক্ষ থেকে সকলকে একটি করে ফলজ গাছের চারা প্রদান করেন। একই সাথে এই বর্ষা মৌসুমে ব্যাপক হারে গাছের চারা রোপনের পরামর্শ প্রদান করেন।

৬১ বার ভিউ হয়েছে
0Shares