শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সাঁথিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় সাঁথিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে নন্দনপুর ইউনিয়নে সুলভমূল্যে(১৫ টাকা কেজি) চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রন অফিসের ওসিএলএসডি মোশারফ হোসেন,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা,উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা ও ট্যাগ অফিসার মুক্তা ভদ্রা,নন্দনপুর ইউপি সদস্য আক্তার রফিক বাবু,ডিলার আব্দুস শুকুর ও এলাকার সূধীজন। জানা যায় চাউলসহ নিত্যপন্যের দাম উর্ধ্বমুখী হওয়ায় ও নি¤œ আয়ের মানুষের কথা টিন্তা করে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১৫ টাকা কেজি দরে চাউল বিক্রিa কার্যক্রম শুরু করেছে সরকার। টিসিবি ফ্যামিলি কার্ডধারীরা এ চাল পাবে।এছাড়া ওএমএসের মাধ্যমেও সারা দেশে চাল এবং আটা বিক্রয় কার্যক্রম চলছে।

৩৮ বার ভিউ হয়েছে
0Shares