শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে দীর্ঘমেয়াদি ও স্থায়ী পদ্ধতি বিষয়ক অবহিতকরণ কর্মশালা

সাঁথিয়ায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে দীর্ঘমেয়াদি ও স্থায়ী পদ্ধতি বিষয়ক অবহিতকরণ কর্মশালা

জালাল উদ্দিন, সাঁথিয়া (পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দ ও ও মসজিদ কমিটির সদস্যদের সমন্বয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে রোববার(২১মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার পালের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোহাম্মদ আলীজুল কাউসার। আরো বক্তব্য দেন,উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন,সেলিমা সুলতানা শিলা,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি ও থানা মসজিদের সাধারণ সম্পাদক মানিক মিয়া রানা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সুজয় সাহা,মসজিদের ইমাম ওমর ফারুক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার ফরিদ হোসেন। কর্মশালায় সকল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি-সেক্রেটারি ও মসজিদের ইমামগণ অংশ গ্রহণ করেন।

৩৪ বার ভিউ হয়েছে
0Shares