বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় ইটভাটায় জ¦ালানি হিসেবে কাঠ ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

সাঁথিয়ায় ইটভাটায় জ¦ালানি হিসেবে কাঠ ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় ইটভাটায় জ¦ালানী হিসেবে কাঠ ব্যবহার করার অপরাধে সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নে তিনটি ও নাগডেমরা ইউনিয়নে একটিসহ চারটি ইটভাটার মালিককে ভ্রাম্যমান আদালতে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রামমান আদালত পরিচালনা করেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.মনিরুজ্জামান। জানা যায়,ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) ২০১৩ অনুযায়ী এম.এন.ডি ব্রিকসের মালিক নজরুল ইসলাম, এম.এস.বি ব্রিকসের মালিক বাকিবিল্লাহ,বি.এস.বি ব্রিকসের মালিক জহুরুল ইসলাম ও এ.বি.এস ব্রিকসের মলিক বাবুলসহ প্রত্যেককে ১৭ হাজার ৫০০ টাকা করে মোট ৭০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

২৫ বার ভিউ হয়েছে
0Shares