শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরে ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত

মেহেরপুরে ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর” এর আয়োজনে মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে মেহেরপুর সরকারি মহিলা কলেজ এর শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক সাহিত্য আসরে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানে “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর” এর সভাপতি অ্যাড.আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মেহেরপুর সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম ।

“ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর” এর সাধারণ সম্পাদক মেহের আমজাদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আর আর এফ-এর চেয়ারম্যান সাংস্কৃতিক কর্মি ও “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর” এর অন্যতম সদস্য মীর রওশন আলী মনা,“ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর” এর সাহিত্য সম্পাদক মিনা পারভীন,কবি বাশরী মোহন দাস, আবু লায়েছ লাবলু প্রমুখ। কবিতা আবৃত্তিতে অংশ গ্রহন করেন কবি ম.গোলাম মোস্তফা,এস.এম.এ.মান্নান,মুহম্মদ মহসীন, শহিদুল ইসলাম কানন,আবুল হাসেম,নূর হোসেন, সাদেকুজ্জামান সেন্টু,লিয়াকত হোসেন,মহিবুল ইসলাম,রফিকুুল ইসলাম,বদরুদ্দোজা বিশ^াস,সাইফুল ইসলাম প্রমুখ।

১১৪ বার ভিউ হয়েছে
0Shares