শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জলঢাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে রুবেল সেক্রেটারির আর্থিক সহায়তা 

জলঢাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে রুবেল সেক্রেটারির আর্থিক সহায়তা 

আনোয়ার হোসেন, জলঢাকা (নীলফামার) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলার পল্লীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জাতীয় সংসদের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল। আজ বুধবার বিকেলে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ছীটমিরগঞ্জ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ৮ টি পরিবারকে ১ হাজার করে টাকা আর্থিক সহায়তা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি রুহাত ফারুক, স্থানীয় সাবেক ইউপি সদস্য রশিদুল ইসলাম ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়িয়ে কাজ করছি। তিনি আরো বলেন, বর্তমান সরকার সকল দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে কাজ করে চলেছে।  উল্লেখ্য শুক্রবার মধ্যে রাতে বিদ্যুৎ সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে এসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS