রবিবার- ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নীলফামারী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে ফূলেল শুভেচ্ছা ও মতবিনিময় ।

নীলফামারী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে ফূলেল শুভেচ্ছা ও মতবিনিময় ।

রবিউল হক রতন , ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাড. মমতাজুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল।

সোমবার (১৭ই অক্টোবর) রাতে নীলফামারী শহরে নবনির্বাচিত চেয়ারম্যানের বাসভবনে ফুলেল শুভেচ্ছা প্রদান ও সৌজন্য সাক্ষাতে যান নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল। এসময় মিষ্টিমুখ এবং আগামীর রাজনৈতিক আলাপ-আলোচনা করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাফিজুল হক রবি, বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মনছুর আলী, পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, নীলফামারী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান মোনা, সহ-সভাপতি মেহেদী হাসান মুক্তি, পৌর কৃষক লীগের আহ্বায়ক মো. আবু সাঈদ, পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান রাসেল, শ্রমিক নেতা মো. খোরশেদ আলম প্রমূখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, অনুষ্ঠিতব্য নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মমতাজুল হক ২১৬ ভোটের ব্যবধানে জয়ী হয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দিনভর ভোটগ্রহণ শেষ ৫৩৪ ভোট পেয়ে নির্বাচিত চেয়ারম্যান ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ভালোবাসায়।

১৭৯ বার ভিউ হয়েছে
0Shares