মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিরল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯ Views

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥ বিরলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিরল কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ¦ মাওলানা মোঃ মনসুর আলী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা কার্যাঅয়ের সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন, সহকারী পরিচালক খায়রুল বাশার, উপসহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ। এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মোজাম্মেল হক শামু, মোঃ মহসিন আলী, বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তহিদু ইসলাম, ফরক্কাবাদ নুরল ইসলাম স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ/প্রধান শিক্ষক আলহাজ¦ মোঃ জিল্লুর রহমান, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বিরল কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী আলহাজ¦ মোঃ আব্দুর রজ্জাক মিনু প্রমূখ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Share This

COMMENTS