বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠিতে ২দিন ব্যাপি জেলা পর্যায়ে ৪৯তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

ঝালকাঠিতে ২দিন ব্যাপি জেলা পর্যায়ে ৪৯তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে বৈরি আবহাওয়ার মধ্যেই ২দিন ব্যাপি জেলা পর্যায়ে ৪৯তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। শেখ রাসের মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উদ্বোধনি দিনের শেষে প্রথম ম্যাচে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় দল ট্রাইবেকারে ১-০ গোলের ব্যাবধানে কাঠালিয়া উপজেলা চ্যাম্পিয়ন দলকে পরাজিত করেছে। এই প্রতিযোগীতায় ফুটবলের বালক গ্রæপে ৪টি উপজেলার ৪টি দল ও বালিকা গ্রæপে ৪টি উপজেলার ৪টি দল অংশগ্রহণ করছে। এছাড়া হ্যান্ডবলে, কাবাডি বালক ও বালিকা বিভাগে উপজেলা পর্যায়ের ৪টি করে দল অংশগ্রহণ করছে। এই প্রতিযোগিতায় দাবা ও সাতার রয়েছে। সোমবার সকাল ৯টায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগীতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমামুন খান ধলু। জেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান খান সভাপতিত্ব করেন। এসময় শিক্ষা বিভাগ, শিক্ষক ও শিক্ষার্থী এবং ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS