শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বাগেরহাটে  অচ্ছল মেধাবীদের মাঝে  বৃত্তি প্রদান 

বাগেরহাটে  অচ্ছল মেধাবীদের মাঝে  বৃত্তি প্রদান 

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা পরিষদের আয়োজনে  জেলার ৩১২ জন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান উর্ত্তীর্ণ  অসচ্ছল মেধাবী  শিক্ষার্থীকে  বৃত্তি প্রদান করে মঙ্গলবার ( ১০ মে) সকালে শহরের শালতলাস্থ জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ  আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা  ঝুমুর বালা ও বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শেখ আজমল হোসেন।
অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার ২০২১-২০২২ শিক্ষাবর্ষে  উত্তীর্ণ  এসএসসি / সমমান ও এইচএসসি / সমমান ৩১২জন মেধাবী শিক্ষার্থীর মাঝে  এককালীন ৩ হাজার টাকা করে সর্বমোট ৯ লাখ ৩৬ হাজার  টাকা বিতরণ করা হয়। বক্তারা মেধাবী এসব  শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা গ্রহণ করে দেশের সেবায় আত্মনিয়োগের আহবান জানান
৪৭ বার ভিউ হয়েছে
0Shares