মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
হলোখানা ইউপিতে ঈদ উপলক্ষে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ 

হলোখানা ইউপিতে ঈদ উপলক্ষে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ 

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে পবিত্র রমজান মাস ও ঈদ-উল ফিতর উপলক্ষে কুড়িগ্রাম সদরের হলোখানা ইউপিতে ২০০টি অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল)  সকাল ১১টায় হলোখানা ইউনিয়নে অবস্থিত বালাকুড়া দাখিল মাদ্রাসা  মাঠে চাউল, ডাল, আটা, সয়াবিন তেল, চিনি, লবণ ও চা পাতা বিতরণ করেন সেনাবাহিনীর কর্মকর্তারা।
এ সময় অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের লেফট্যানেন্ট কর্ণেল গালিব বিন আহমেদ। তার সাথে উপস্থিত ছিলেন,  ক্যাপ্টেন সাকিন, ক্যাপ্টেন খালিদ, ওয়ারেন্ট অফিসার শফিক, ২ নং হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজাসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা ।
ঈদ সামগ্রী বিতরণের আগে বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের লেফট্যানেন্ট কর্ণেল গালিব বিন আহমেদ
বলেন, সেনাবাহিনী সর্বদা আপনাদের পাশে ছিলো ও থাকবে। এরই ধারাবাহিকতায়  আমাদের সেনা বাহিনীর  পক্ষ থেকে এই ঈদ সামগ্রী উপহার হিসেবে দেয়া হলো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।
১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS