বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গোবিন্দগঞ্জে হিরোইনসহ এক নারী গ্রেফতার

গোবিন্দগঞ্জে হিরোইনসহ এক নারী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে হিরোইন সহ সেলিনা বেগম নামের এক নারী গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার বিকালে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নে আরজি সাহাপুর মন্ডল পাড়া গ্রামে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আতাউর রহমান আতার স্ত্রী । জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয় ওই নারী হিরোইন বিক্রির করে আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালালে ৫০ গ্রাম হিরোইনসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত হিরোইনের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা বলে জানানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর গ্রেফতার সেলিনা বেগমকে গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ্দ করা হয়েছে।

২৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS