মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্টার ৫০বছর সূবর্ণজয়ন্তী অনুষ্ঠান পালিত

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্টার ৫০বছর সূবর্ণজয়ন্তী অনুষ্ঠান পালিত

গাইবান্ধা প্রতিনিধি: ৩১ অক্টোবর ২০২২ইং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০ বছর পূর্তি ও সূবর্ণজয়ন্তী উপলক্ষে জাসদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সোমবার দুপুর ১২টায় স্থানীয় শহীদ মিনার চত্ত¡রের দর্জি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা,কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি সেকেন্দার আলীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লা, জাসদ সহ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক,সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, গোবিন্দগঞ্জ পৌর সভাপতি আফজাল হোসেন দুলাল প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন জাসদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ লিটন।

বক্তারা সুশাসন প্রতিষ্টা,দ্রব্য মূল্যের উর্ধ্বগতি প্রতিরোধ সহ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সমাজতান্ত্রিক আন্দোলন জোরদার করার জন্য জাসদের পতাকাতলে সমবেত হওয়ার জন্য আহ্বান জানানো হয়।

২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS