বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গোবিন্দগঞ্জে চলতি বোরো মৌসুমের অভ্যন্তরীণ ধান, চাল ও গম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন

গোবিন্দগঞ্জে চলতি বোরো মৌসুমের অভ্যন্তরীণ ধান, চাল ও গম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলতি বোরো মৌসুমের অভ্যন্তরীণ ধান, চাল ও গম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ বৃহস্পতিবার দুপুরে গোলাপবাগ খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে গোলাপবাগ এলএসডি খাদ্য গুদাম চত্বরে আয়োজিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া। অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সোবহান,গোলাপবাগ খাদ্য গুদামের ওসিএলএসডি হাসনাত জামান,মহিমাগঞ্জ ওসিএলএসডি ইকবাল হোসেন, কামদিয়া ওসিএলএসডি আসাদুজ্জামান, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি রেজাউল করিম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মুন্নু, কৃষক মানিক সাহা সহ অন্যরা।
চলতি মৌসুমে ৩শ’ কৃষকের নিকট থেকে লটারীর মাধ্যমে ২হাজার ৯৯৭ মেট্রিক টন ধান, ১১হাজার ৫৭০ মেট্রিকটন সিদ্ধ চাল, ৭০৬ মেট্রিকটন আতব চাল এবং ১২২ মেট্রিকটন গম সংগ্রহ করা হবে।

১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS