সোমবার- ৩রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগ থেকে অপহৃত স্কুলছাত্রী চট্টগ্রাম থেকে উদ্ধার অপহরণ কারী গ্রেফতার

সেনবাগ থেকে অপহৃত স্কুলছাত্রী চট্টগ্রাম থেকে উদ্ধার অপহরণ কারী গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালীপ্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলা কেশারপাড় ইউপির কানকিরহাট বাজার থেকে হাসনাত জাহান প্রকাশ তৃপ্তি (১৪ ) নামের অপহৃত ৯ম শ্রেনীর স্কুলছাত্রীকে ১৩দিন পর চট্টগ্রামের একটি হোটেল থেকে উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ। এবং ঘটনার প্রধান অভিযুক্ত অপহরণকারী অহিদুল ইসলাম প্রকাশ শান্ত (২২)কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে সাড়ে ৯টারদিকে তথ্য প্রযুক্তির সহায়তায় সেনবাগ থানা পুলিশের একটি দল চট্টগ্রামের পাহাড়তলী অল্কংার মোড় সংলগ্ন হোটেল এশিয়ান ইন্টারন্যাশনালের একটি কক্ষ থেকে অপহৃতাকে উদ্ধার ও অপরহরণকারী অহিদুল ইসলাম প্রকাশ শান্তকে গ্রেফতার করে।

অপহৃতা কানকিরহাট বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ও কেশারপাড় গ্রামের হারুন চেয়ারম্যান বাড়ির হারুনুর রশিদের মেয়ে এবং অপরহণকারী একই গ্রামের মোঃ সুমনের ছেলে অহিদুর ইসলাম শান্ত । সোমবার দুপুরে ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিম স্কুলছাত্রীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ ও অপহরনণকারীকে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সুত্রে জানাগেছে, গত ২৭ মার্চ ভিকটিম স্কুলে যাবার পথে কানকির বাজারস্থ ফাযিল মাদ্রাসার সমানে পৌছলে শান্ত,সুমন সোহেল,আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে ৫/৬জন সহযোগী মিলে থেকে জোরপূর্বক স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এবং হোটেলে আটকিয়ে রেখে তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরবতীতে ভিকটিমের মা চাঁদ মনি বাদি হয়ে গত ৫এপ্রিল সেনবাগ থানায় অভিযোগ দায়ের করলে রোববার পুলিশ তথ্য প্রযুক্তির সহাযতায় ভিকটিম স্কুল ছাত্রীকে চট্টগ্রামের একটি হোটেল থেকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইকবাল হোসেন পাট্য়োারী জানান, সোমবার দুপুরে ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিম স্কুলছাত্রী নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ ও অপহরনণকারীকে বিচারিক আদালতে প্রেরণ কর্ াহয়েছে।

৩২ বার ভিউ হয়েছে
0Shares