সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিরামপুরে সরকারি রাস্তার বিলুপ্তি প্রজাতির তাল গাছ কর্তন

বিরামপুরে সরকারি রাস্তার বিলুপ্তি প্রজাতির তাল গাছ কর্তন

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা-দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিযনের শিবপুর হতে ভাইগড সরকারি কাঁচা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা সারি সারি তালগাছ কাটার অভিযোগ উঠেছে।

রোববার( ৯ এপ্রিল) জোতবানী ইউনিয়নের শিবপুর হতে ভাইগড় পর্যন্ত কাঁচা রাস্তার উপর থাকা তালগাছ গুলো কর্তন করেছেন শিবপুর গ্রামের হাফিজুর রহমানের জামাই মোঃ মোখলেসুর রহমান মুরাদ । স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, তাল গাছগুলির আনুমানিক বয়স প্রায় ৫০ বছর হবে। তাল গাছ কাটার সংবাদ পেয়ে গ্রাম পুলিশ পাঠিয়ে দিয়ে বন্ধ করেছি।

বাংলাদেশ সরকার দুর্যোগ মোকাবেলায় প্রতিটি রাস্তাঘাটে তাল গাছ রোপন কর্মসূচি পালন করেছেন। কিন্তু বিরামপুরে বহুদিনের তাল গাছ গুলো কর্তন করে পরিবেশের ভারসাম্য নষ্ট করছেন বলে তিনি অভিয়োগ করেন।

তালগাছ কর্তনকারী মোকলেছুর রহমান মুরাদ বলেন রাস্তার পাশের গাছ গুলো আমার মা ও শাশুড়ির জায়গার উপরে আছে। তাই ইউএনও বরাবর আবেদন করেছি এরপর মোট ১১ টি গাছ কেটেছি।

এ বিষয়ে ইউএনও পরিমল কুমার সরকার বলেন, ইউনিয়ন পরিষদের রাস্তার পাশে তাল গাছ গুলো মোকলেছুর রহমান নামে এক ব্যক্তি দাবি করেন। তখন সার্ভেয়ার ও ইউপি ভুমি কর্মকর্তার মাধ্যমে সঠিক দিক নির্দেশ্যনা দেওয়া হয়।

তিনি আরও বলেন রাস্তার পাশে যদি কারো জায়গা থাকে তবে সেই জায়গার উপর কোন গাছ বা অন্য কিছু থাকলে তা দাবি করতেই পারে। জানা যায় তাল গাছগুলি সরকারি রাস্তার উপরে আছে। সেই রাস্তাটির ভাইগড় গ্রামের দিক হইতে শিবপুর পর্যন্ত পাকা কার্পেটিং কাজ হয়ে আসছে।

৩৬ বার ভিউ হয়েছে
0Shares