শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সৈয়দপুরে আদালতে মামলা থাকা সত্তে¡ও জোরপূর্বক জমি দখলের চেষ্ঠা-অসহায় সুনিল চন্দ্র রায়

সৈয়দপুরে আদালতে মামলা থাকা সত্তে¡ও জোরপূর্বক জমি দখলের চেষ্ঠা-অসহায় সুনিল চন্দ্র রায়

সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি : সৈয়দপুর কয়া মিস্ত্রিপাড়া চাঁদমারী পাড়া আদালতে মামলা থাকা সত্তে¡ও বিবাদীগণরা গতকাল জোরপূর্বক মামলা থাকা অবস্থায় জমি দখলে চেষ্ঠা চালালে পরে বাদী ওই জমিতে না যেতে বাধা প্রদান করিলে উক্ত বিবাদীগণরা ক্ষমতার দাপটে বাদী সুনিল চন্দ্র রায় ও তার পরিবারবর্গকে হুমকি প্রদান করে । বিবাদীগণরা বাহুবলের জোরে আদালতের আইনকে তোয়াক্কা না করেই কতিপয় সন্ত্রাসী বাহিনী দিয়ে বাদীর ওই মামলা কৃত জমিতে মন্দির ঘর তোলার জন্য তালবাহানা করছে অসহায় বাদী সুনিল চন্দ্র রায় জানান । ক তপশীলের জেলা নীলফামারী থানা সৈয়দপুর মৌজা বোতলাগাড়ী সিএস খতিয়ান নং ২১৫, এস.এ খতিয়ান নং২৬৪, এবং সাবেক দাগ নং ৪০৯৩, জমি ৮ শতক, সাবেক দাগ নং-৪১০২, জমি ৬ শতক, এবং সাবেক দাগ নং ৪১২১, জমি ১৪ শতকের মধ্যে ১২ শতক জমি মোট ২৬ শতক। যাহার আরএস/বিএস খতিয়ান ২৪৪৬ হালদাগ নং ৫২৭৫ জমি ০৮ শতক, আরএস /বিএস খতিয়ান নং ৭৮০, হাল দাগ নং ৫২৫৫ জমি ০৬ শতক, এবং আরএস/বিএস খতিয়ান নং ১৫০৩ হাল দাগ নং ৫২৭৩ জমি ১৪ শতকের মধ্যে ১২ শতক মোট জমি ২৬ শতক। এ জমি সংক্রান্ত ব্যাপারে নীলফামারী আদালতে একটি মামলা দায়ের করেছেন বাদী সুনিল চন্দ্র। যাহার মামলা নং অন্য-৪/২৩।

২২৫ বার ভিউ হয়েছে
0Shares