শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিরলের ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীরা নিজেদের মডেল হিসেবে গড়ে তুলতে চায়

বিরলের ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীরা নিজেদের মডেল হিসেবে গড়ে তুলতে চায়

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥ বিরলের ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীরা নিজেদের মডেল হিসেবে গড়ে তুলতে চায়। পাঠক্রম অনুযায়ী শিক্ষা গ্রহণের পাশাপশি সহ-পাঠক্রমে মনোনিবেশ এবং বিদ্যালয়ের শিক্ষকদের তৎপরতায় বছর ব্যাপী বিভিন্ন কার্যক্রমে উজ্জীবিত হয়ে স্বপ্ন বুনছেন এ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী। উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে সাফল্য অর্জন করে উপজেলায় অন্যতম মডেল হওয়ার ধাপসমূহ অতিক্রম করছে এ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। এ ছাড়াও বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষক এবং অভিভাবকদের সমন্বয়ে মা সমাবেশ,  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন অনুপ্রাণিত করেছে সকল শিক্ষার্থীদের। আমাদের প্রতিবেদককে এরই ধারাবাহিকতায় গত ১৯ মার্চ রবিবার সন্ধ্যায় ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মা সমাবেশ,  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বলে জানালেন প্রধান শিক্ষক তাজ আল মিনার। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার মোহাঃ মনিরুল ইসলাম,  বিশেষ অতিথি শফিকুল আজাদ মনি, সহকারী শিক্ষা অফিসার ইউনুস আলী, এ এস এম মান্নান, সভাপতি শেখ আব্দুর রশিদ তোতা উপস্থিত থেকে শিক্ষার্থীদেও বিভিন্ন প্রেরণামূলক দিক নির্দেশনা প্রদান করা হয়েছিল বলে নিশ্চিত করেন তিনি। প্রধান শিক্ষক তাজ আল মিনার জানান, লেখা পড়ার পাশাপাশি এ বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে।
১৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS