শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিরলের কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা বরখাস্ত

বিরলের কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা বরখাস্ত

৫৬ Views

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :; দিনাজপুরের বিরলের কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজাকে সাময়িক বরখাস্ত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বহ্নি শিখা আশা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের তদন্ত কমিটি কর্র্তৃক দাখিলকৃত প্রতিবেদনের প্রেক্ষিতে তাকে সাময়িকভাবেভাবে বরখাস্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বহ্নি শিখা আশা গত ৪ আগষ্ট স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজা এর বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ তদন্তের জন্য উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমামকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি ২৭ আগষ্ট গঠন করে ৫ কার্য দিবসে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ রাবেয়া খাতুন, মহিলা বিষয়ক অফিসার রুনা পারভীন, সমাজসেবা অফিসার আনিসুর রহমান এবং আইসিটি অফিসার জাকির হোসেন।
কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম রেজা এর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর নকল করা, অফিস কক্ষে বসে মাদক সেবন, চাকুরী দেয়ার নাম করে ঘুষ গ্রহণ, অতিরিক্ত পরীক্ষার ফি ও ফরম পূরনের টাকা আদায় এবং বোর্ড কর্তৃক ফেরত দেয়া টাকা শিক্ষার্থীদের না দেয়াসহ শিক্ষক, স্টাফ নিয়োগে দূর্নীতি ও অনিয়ম, দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগে তদন্ত কমিটির দাখিলকৃত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজা এর বিরুদ্ধে আনীত অভিযোগসমূহের সত্যতা প্রমানিত হওয়ায় ৪ আগষ্ট হতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Share This

COMMENTS