বঙ্গবন্ধুর সমাধিতে নতুন ৬১ প্রশাসকের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে নতুন ৬১ প্রশাসকের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত ৬১ জেলা পরিষদের প্রশাসক। গতকাল রবিবার দুপুরে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের আহ্বায়ক ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন এবং সদস্যসচিব ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তাঁরা। সমাধিসৌধের বেদির সামনে ৬১ জেলা পরিষদের প্রশাসককে শপথবাক্য পাঠ করান মো. মহিউদ্দিন।

১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS