শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে ৩ টি পরিবহনের জরিমানা

কুড়িগ্রামে ৩ টি পরিবহনের জরিমানা

সাইদ বাবু কুড়িগ্রাম প্রতিনিধি ২৮ মার্চ, ২০২৩ : পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে কুড়িগ্রাম সদরের ধরলা ব্রীজ সংলগ্ন কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা- ২০০৬ অনুসারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ও যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ০৩ টি পরিবহনকে মোট ২০০০/ (দুই হাজার টাকা) জরিমানা আদায় করা হয় এবং একইসাথে ০৭ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে অহেতুক হর্ণ বাজানো বা উচ্চ শব্দ তৈরি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ঠদের মাঝে সচেতনতামূলক প্রচারনা চালানো হয়।

মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম এবং প্রসিকিউশন প্রদান করেন কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।

শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

৩৮৯ বার ভিউ হয়েছে
0Shares