শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সমাজের বিত্তবানদের সাহায্য সহযোগিতা নিয়ে বাঁচাতে চাই দিয়া অধিকারী 

সমাজের বিত্তবানদের সাহায্য সহযোগিতা নিয়ে বাঁচাতে চাই দিয়া অধিকারী 

তানোর প্রতিনিধি: সমাজের বিত্তবান পুরুষের সাহায্য সহযোগিতা নিয়ে বাঁচতে চাই জন্মগ্রহণের পর থেকে হৃদরোগে আক্রান্ত ৪বছর বয়সী শিশু দিয়া অধিকারী। এদিকে অসুস্থ দিয়া অধিকারীকে দীর্ঘদিন ধরে ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে দিয়া অধিকারীর পিতা-মাতা। ফলে মেয়ের জীবন বাঁচাতে গিয়ে নিঃস্ব হয়ে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন দিয়া অধিকারীর পিতা-মাতা। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত শিশু দিয়া অধিকারীর বাড়ি তানোর পৌর এলাকার তিন নং ওয়ার্ড চাপড়া গ্রামে। সে চাপড়া গ্রামের শ্রী দিলীপ অধিকারীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, দিয়া অধিকারী জন্মের পর থেকে হৃদরোগে আক্রান্ত।দিয়া অধিকারীকে ভারতে চিকিৎসা করা হচ্ছে। ডাক্তার বলছেন,দিয়ার অপারেশন করা হলে সে সুস্থ হয়ে উঠবে। কিন্তু অপারেশন করতে লাগবে প্রায় ৫লাখ টাকা। আমরা গরীব মানুষ এতো গুলো টাকা কথাই পাব। যা ছিলো সবকিছু বিক্রি করে ভারতে চিকিৎসা করাচ্ছি। ডাক্তার বলেছেন অপারেশন করলে দিয়া সুস্থ হয়ে যাবে। দিয়া অধিকারীর পিতা দিলীপ অধিকারী বলেন, মেয়ের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে,যা দেয়ার মত সামর্থ্য আমার নেই। তাই এ সমাজের বিত্তবানদের কাছে আবেদন জানাচ্ছি আমার মেয়ের চিকিৎসার জন্য যে যাই পারেন সাহায্য সহযোগিতা করে মেয়েকে বাঁচাতে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। অর্থিক সাহায্যের জন্য যোগাযোগ- করুণ-০১৭৬২৩২৭৫৭৮বিকাশ( পার্সনাল) দিয়া অধিকারীর পিতা দিলীপ অধিকার।
৩৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS