শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জলঢাকায় স্কুল মিল্ক চালু

জলঢাকায় স্কুল মিল্ক চালু

আনোয়ার হোসেন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ শিশুদের পুষ্টি চাহিদা নিশ্চিত করে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে একটি শিক্ষিত মেধাবী জাতি গঠন এবং এসডিজির লক্ষ্য পূরণের অংশ হিসেবে নীলফামারীর জলঢাকা উপজেলায় শিক্ষার্থীদের মাঝে স্কুল মিল্ক কর্মসূচি চালু হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলার কাঠালী ইউনিয়নের সিদ্দিকীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ফেরদৌসুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শেখ মুশফিকুর রহমান ও প্রধান শিক্ষক রুবাইয়া আকতার প্রমুখ। এসময় প্রানী সম্পদ কর্মকর্তা জানান, প্রাণিসম্পদ দপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে সারা দেশে ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তিন বছর মেয়াদি এই প্রকল্পে জলঢাকা উপজেলার কাঠালী সিদ্দিকীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০৯ জন শিক্ষার্থীকে স্কুল খোলার দিনগুলোতে ২০০ মিলিগ্রাম করে দুধ পান করানো হবে। এতে করে শিক্ষার্থীদের প্রানীজ পুষ্টির চাহিদা পুরন হবে, স্কুলের প্রতি আগ্রহ বাড়বে এবং স্থানীয় খামারিদের দুধ বিক্রয় সহজ করবে এই কার্যক্রম। উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এই অনুষ্ঠানের আয়োজন করে।

৪৯ বার ভিউ হয়েছে
0Shares