মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সুজানগরে ভূমিহীন -গৃহহীন পরিবার কে জমিসহ ঘরের দলিল হস্তান্তর।

সুজানগরে ভূমিহীন -গৃহহীন পরিবার কে জমিসহ ঘরের দলিল হস্তান্তর।

সুজানগর (পাবনা)প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন -গৃহহীন পরিবার কে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদ হলরুমে ৯৩ জন পরিবার কে জমিসহ ঘরের দলিল প্রদান করেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। প্রধানমন্ত্রীর আশ্রয়ন -২ প্রকল্প ৩৯,৩৬৫ টি ঘর প্রদানের মাধ্যমে দেশের ৭ জেলা ও ১৫৯ টি উপজেলা ভূমিহীন -গৃহহীন মুক্ত ঘোষণা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা।এ সময় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আমিন উদ্দিন, কামাল হোসেন, আবুল হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS