শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বদরগঞ্জ অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলো কৃষিজমি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি

বদরগঞ্জ অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলো কৃষিজমি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি

৩৮ Views
রংপুরের বদরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলো কৃষিজমি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। সম্প্রতি, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে মেসার্স এস বি বি ব্রিকস ও মেসার্স জি বি এল ব্রিকস নামক দুটি অবৈধ ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই কৃষিজমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা করছিল। 
 
উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ৬০টি ইটভাটা রয়েছে, যেগুলো অধিকাংশই আইন লঙ্ঘন করে কৃষিজমিতে স্থাপিত হয়েছে। এসব ভাটায় ইট তৈরির জন্য কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে নেওয়া হচ্ছে, যা জমির উর্বরতা শক্তি নষ্ট করছে এবং ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটাচ্ছে। কৃষি কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এভাবে চলতে থাকলে আগামী ১০ বছরের মধ্যে উপজেলার কৃষিজমি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছাবে। 
 
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী, কৃষিজমিতে ইটভাটা স্থাপন ও সেখান থেকে মাটি সংগ্রহ করা নিষিদ্ধ। তবে, কিছু প্রভাবশালী ব্যক্তি এই আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করছেন, যা পরিবেশ ও কৃষির জন্য বিপজ্জনক। স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেও, সুষ্ঠু তদারকি ও কঠোর আইন প্রয়োগের অভাবে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।
Share This