শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গোলাপগঞ্জ প্রেসক্লাবে প্রবাসী সাংবাদিক  সৈয়দ নাদির আহমদ সংবর্ধিত

গোলাপগঞ্জ প্রেসক্লাবে প্রবাসী সাংবাদিক সৈয়দ নাদির আহমদ সংবর্ধিত

গোলাপগঞ্জ প্রতিনিধি : যুক্তরাজ্য প্রবাসী  লেখক ও সাংবাদিক , বাংলাদেশ প্রেসক্লাব ফেডারেশনের সাবেক মহাসচিব ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের ডাকের সাবেক গোলাপগঞ্জ প্রতিনিধি সৈয়দ নাদির আহমদকে সংবর্ধনা জানিয়েছেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সদস্যবৃন্দ। গতকাল শনিবার রাত ৭টায় গোলাপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ। গোলাপগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায়  ও সদস্য কে এম আব্দুল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সৈয়দ নাদির আহমদ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সিলেট জেলা বারের আইনজীবী কবির আহমদ বাবর, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর এম ফজলুল আলম, বক্তব্য রাখেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আজিজ খান, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান খায়রুল ইসলাম শুয়েব, গোলাপগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক গোলাম দস্তগীর খান ছামিন, সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, সাংবাদিক এম এ জি মোস্তফা, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, খন্দকার বদরুল আলম, রুবেল আহমদ, শাহ আলম, দেলোয়ার হোসেন মাহমুদ প্রমুখ। আলোচনা শেষে সংবর্ধিত অতিথির হাতে ক্রেষ্ট তুলে দেন আমন্ত্রিত অতিথি ও প্রেসক্লাব নেতৃবৃন্দ।

২১ বার ভিউ হয়েছে
0Shares