রবিবার- ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বীরগঞ্জে ইঁদুর মারা বিষ পানে শিশুর মৃত্যু

বীরগঞ্জে ইঁদুর মারা বিষ পানে শিশুর মৃত্যু

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে ইঁদুর মারা বিষ পানে আকৃতি রাণী (৪)নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আকৃতি রানী উপজেলার সাতোর ইউনিয়নের ডাকেশ্বরী গ্রামের অশেষ রায়ের মেয়ে।

মঙ্গলবার দুপুরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর ্এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

আকৃতি রাণীর বাবা অশেষ রায় জানান, সোমবার রাত সাড়ে ৮টায় বাড়িতে ফিরে এসে দেখে তার মেয়ে ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে। তার মুখ দিয়ে বিষের গন্ধ এবং ফেনা বের হচ্ছিল। পাশে ইঁদুর মারা বিষ পড়ে থাকতে দেখে ধারণা করি সকলের অজান্তে ভূল বশতঃ ইঁদুর মারা বিষ খেয়ে ফেলার কারণে তার মৃত্যু হয়েছে। আকৃতি রানী মানসিক ভাবে অসুস্থ্য ছিল বলে তিনি আরও জানান।

বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অশেষ রায় মঙ্গলবার সকালে বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

৩৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS