শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুর সংবাদপত্র বিক্রেতা ও কলেজ ছাত্র মিন্টুর বাইসাইকেল চুরি

পার্বতীপুর সংবাদপত্র বিক্রেতা ও কলেজ ছাত্র মিন্টুর বাইসাইকেল চুরি

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে সংবাদপত্র পাঠকদের প্রিয়মুখ ও পত্রিকা বিক্রেতা মিন্টু ইসলাম। লেখাপড়ার পাশাপাশি সে পত্রিকা বিক্রি করে। মিন্টু পার্বতীপুর টেকনিক্যাল এন্ড এগ্রিকালচার কলেজের বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি (বিএম) শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র। সংবাদপত্র বিক্রির কাজে প্রায় ৬ বছরের ব্যবহৃত তার বাইসাকেলটি চুরি হয়ে গেছে। আজ শনিবার সকালে পার্বতীপুর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার সড়কে অনন্ত হেয়ার কাটিং সেলুনের সামনে এ ঘটনা ঘটে। পরিবারের একমাত্র অবলম্বন তার নিজের বাইসাইকেল খানা হারিয়ে একেবারে কর্মহীন হয়ে পড়ছেন। মিন্টু পার্বতীপুর শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দুর থেকে প্রতিদিনি বাইসাইকেল যোগে পাশের উপজেলা বদরগঞ্জের গোপিনাথপুর ইউনিয়নের বোর্ডেরহাট রহমানিয়াপাড়া থেকে আসা-যাওয়া করে থাকেন। তার পত্রিকা বিক্রির আয়েই সংসার চলে। সে পরিবারে সবার বড়। মা-বাবাসহ তিন ভাই ও এক ছোট বোন রয়েছে। সে কর্মজীবনে প্রথমে প্রতিদিন ৩০ থেকে ৪০টি পত্রিকা বিক্রি করতো। বর্তমান প্রতিদিন ২০০-২২০ পত্রিকা পাঠকের দাড়ে দাড়ে পৌছে দেন। বাইসাইকেলটি হারিয়ে এখন সে দিশেহারা। আজকে সে কোন পত্রিকা পাঠকের দোড়গোড়ায় পৌছে দিতে পারেনি।

মিন্টু ইসলাম (২০) জানান, সকাল সাড়ে ৮টার দিকে শহিদ মিনার সড়কে সেলুনের সামনে সাইকেলটি রাখা ছিল। পাশেই দোকান থেকে পেপার নিতে এসে দেখেন তার সাইকেলটি নেই। সাইকেলে প্রায় ১শ’র মতো বিভিন্ন পত্রিকা ছিল। এ দুঃসময়ে কোন হৃদবান ব্যক্তি তার প্রতি সহযাগিতার হাত বাড়িয় দিলে পত্রিকা বিক্রেতা ও কলেজ ছাত্র মিন্টু ইসলাম সে কৃতজ্ঞ হতো।

৫১ বার ভিউ হয়েছে
0Shares